একুশে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল।

নিউজ ডেক্সঃ দৈনিক লক্ষ্মীপুর সংবাদ। লক্ষ্মীপুর সদর ১৪নং মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে
২০০৪ সালের ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২১শে আগষ্ট সকাল ১১.০০টায়
১৪নং মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড হইতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা কর্মিরা মান্দারী বাজার কমার্শিয়াল মার্কেটের সম্মুখে সভার স্থলে সমবেত হতে থাকে। এসময় হাজারো নেতা কর্মির উপস্থিতি লক্ষ করা যায়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবর রহমান রাজু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রায়পুর ২ আসনের সংসদ সদস্য এড. নূরউদ্দিন চৌধুরী নয়ন এম পি।
এসময় প্রধান ও বিশেষ অতিথি বলেন, তৎকালীন বি এন পি – জমাত জোট সরকারের পরিকল্পনায় ২০০৪ সালে ২১শে আগষ্ট আওয়ামী লীগের সভা নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কে হত্যা করার জন্য আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলা চালায়। সেই দিন আল্লাহর রহমতে বাংলাদেশের জনগণের দোয়াতে জননেত্রী শেখ হাসিনা বেঁচে জান। সে দিন ২৪ জন নেতাকর্মি গ্রেনেডের আঘাতে মিত্যু বরণ করেন। অনেকে পঙ্গু হয়ে জীবন যাপন করছেন। প্রতিবাদ সভা আয়োজনের জন্য  ইউনিয়ন আওয়ামীলীগ কে ধন্যবাদ জানান।
প্রতিবাদ সভা থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়।
এসময় বিক্ষোভ মিছিলে অংশ নেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম ফারুক পিংকু। সাধারণ সম্পাদক ও রায়পুর ২ আসনের সংসদ সদস্য এড. নূরউদ্দিন চৌধুরী নয়ন এম পি। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মিজানুর রহিম। চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী। সাধারণ সম্পাদক আবদুল ওহাব কন্ট্রাক্টর। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবর রহমান রাজু।সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ মাসুদ সহ অসংখ্য নেতা কর্মি।
বিক্ষোভ  মিছিল টি বাজারেরে মেইন সড়ক দিয়ে পূর্ব বাজার হয়ে কলেজ মাঠে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *