নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক লক্ষীপুর সংবাদ।লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলু ও ছাত্রলীগ নেতা সাইফুর রহমান জিকোর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে চেয়ারম্যান নুরুল আমিনের অনুসারীদের বিরুদ্ধে।
শনিবার (১৫ জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে চন্দ্রগঞ্জ সমতা সিনামা হলের সামনে এই হামলার ঘটনা ঘটে। পরে তাদেরকে পার্শ্ববর্তী লোকজন উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরন করে।
আহত বাবলু চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের কাজী সিরাজুল ইসলামের ছেলে এবং জিকো পাঁচপাড়া গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।
কফিল উদ্দিন বিশ্ব বিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি এম মাসুদ জানান, রাত সাড়ে ৯টার দিকে থানা থেকে বের হয়ে বাবলু এবং জিকো মোটরসাইকেলযোগে চন্দ্রগঞ্জ বাজারের দিকে যাওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে চেয়ারম্যান নুরুল আমিনের অনুসারী রিয়াজ হোসেন জয়, তাজুল ইসলাম তাজু, মনির হোসেন, নোমান, আজিমের নেতৃত্বে ৩০/৩৫ কাজী মামুনুর রশীদ বাবলু ও জিকোর উপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন। এতে বাবলু মাথা এবং জিকো চোখ ও মাথায় আঘাত পান।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা চন্দ্রগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেন।
অভিযোগের বিষয়ে চেয়ারম্যান নুরুল আমিন বলেন, হামলার ঘটনাটি শুনেছি। কিন্তু ঘটনার সঙ্গে আমি বা আমার লোকজন জড়িত নয়। রাজনৈতিক প্রতিহিংস্যার জেরে ঘটনার দায় আমার ওপর চাপাচ্ছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, থানা থেকে বের হয়ে যাওয়ার পর তারা হামলার শিকার হয়েছে বলে জেনেছি