নিউজ ডেক্সঃ- একটি গার্ড ওয়ালের অভাবে বারবার ভেঙ্গে যায় রাস্তা, আর তাতেই হাঁটতে হয় স্কুল মদ্রাসাগামী শিশুসহ শত পরিবারের মানুষকে।
লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ২১ নং টুমচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পাইক বাড়ীর পুকুর পাড়ের রাস্তাটি দীর্ঘদিন ধরে জনসাধারণের চলচলের একমাত্র রাস্তা।গার্ড ওয়ালের অভাবে বছরের পর বছর ভোগান্তিতে এলাকাবাসী।
বর্ষায় হাঁটু পানিতে ডুবে থাকা রাস্তাটি পুকুরে বিলীন হওয়ার পথে। স্থানীয়রা জানান, ব্যক্তি উদ্যোগে বারবার মেরামত করা হলেও পুকুরের পাড়ে হওয়ায় রাস্তাটি ভেঙ্গে যায়। এতে দীর্ঘ ১৭ বছর যাবত এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই।
স্থানীয় ইউপি সদস্য মাকসুদ আলম জানান,পুকুর পাড়ের বাসিন্দারা স্বল্প আয়ের মানুষ। গাইড ওয়াল করে মজবুত করে রাস্তা করা তাদের পক্ষে নিজ অর্থায়নে করা সম্ভব নয়। সরকারি ভাবে গাইড ওয়াল দিয়ে রাস্তা করা হলে বিদ্যালয়গামী শিশুসহ কয়েক হাজার মানুষ উপকৃত হবেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা জানান,খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার হবে বলে আশ্বাস প্রধান করেন।