‘নোয়াখালী বিভাগ চাই, দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন।

নিউজ ডেক্সঃ- ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সাথে নয় “নোয়াখালীর স্বনামেই”নোয়াখালীকে বিভাগ ঘোষনা ও বাস্তবায়নের দাবিতে অতীতের ন্যায় আবারো উত্তাল হয়ে উঠেছে বৃহত্তর নোয়াখালীর ভ্রাতৃপ্রতীম জেলা লক্ষ্মীপুর।

নোয়াখালী বিভাগ বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ চেয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও সম্মিলিত লক্ষ্মীপুরবাসী মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে  স্মারক লিপি দেওয়া হয়েছে ।

আজ রবিবার (১২ই জানু)সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহত্তর নোয়াখালীর ১কোটি মানুষের প্রাণের এ দাবিতে মানববন্ধন সমাবেশ ও জেলা প্রশাসক রাজীব কুমার সরকারকে মাধ্যম করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন সম্মিলিত লক্ষ্মীপুরবাসী ও বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।

এসময় লক্ষ্মীপুরের বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,ছাত্র অধিকার পরিষদ, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন,বিভিন্ন সরকারী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষনা ও বাস্তবায়নের দাবিতে মিছিলে আর স্লোগানে সমগ্র জেলা শহরকে প্রকম্পিত করে তোলেন।

মানববন্ধনে বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল বলেন,ধনে,মনে,জনে,ইতিহাস,ঐতিহ্যে ও অর্থনৈতিক উন্নয়নে পরিপূর্ণ ২০০ বছরের পুরনো জেলা আমাদের নোয়াখালী।

ঐতিহ্যবাহী এই জেলাটি বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ৩৬ ভাগ নিয়ন্ত্রণ করছে।এছাড়াও ৭ লক্ষাধিক প্রবাসী অধ্যুষ্যিত এই জেলার প্রবাসীদের রেমিট্যান্সে জাতীয় অর্থনীতির চাকা সচল রয়েছে। সবদিক বিবেচনায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ জ্ঞানীগুনীর জেলা নোয়াখালীই ৯ম প্রশাসনিক বিভাগের যোগ্য দাবিদার।

তিনি আরোও বলেন,নোয়াখালীর গনমানুষের অনুমতি ছাড়া কিংবা গনশুনানী ছাড়া যদি কুমিল্লার সাথে নোয়াখালীকে সংযুক্ত করে বিভাগ ঘোষনা করা হয় তাহলে বৃহত্তর নোয়াখালীবাসী কখনোই তা মেনে নিবেনা।  প্রয়োজনে ঢাকার বুকে বিভাগের দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি দেয়া হবে।আর বিভাগ বিষয়ে যদি নোয়াখালীকে নিয়ে কোনো ধরনের চক্রান্ত করা হয় তাহলে নোয়াখালীর তরুন প্রজম্ম প্রয়োজনে আদালতের শরনাপন্ন হবে।তবুও নোয়াখালীকে বিভাগের ঘোষনা না নিয়ে ঘরে ফিরবে না।

এসময় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন,লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম পাভেল,বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার সমন্বয়ক কামালুর রহিম সমর, এড.সামসুল ফারুক, নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের ঢাকাস্থ সমন্বয়ক মোঃ শাহজালাল, বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সমন্বয়ক সময় মুরাদ, সমন্বয়ক মোঃ খোরশেদ আলমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *