নিউজ ডেক্সঃ- লক্ষ্মীপুর সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) জামশেদ আলম রানা যোগদান করেছেন।
গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার তিনি সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় ইউএনও হিসাবে দায়িত্ব পালন করেছেন। জামশেদ আলম ৩৫ তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।
১৪ অক্টোবর সাবেক ইউএনও আরিফুর রহমান নতুন কর্মস্থলে যোগদান করতে লক্ষীপুর সদর উপজেলা থেকে বদলি হন।এতদিন ভারপ্রাপ্ত ইউএনও হিসাবে অভি দাশ( কমিশনার ভূমি) দায়িত্ব পালন করেন।
জাশেদ আলম রানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন। এরপর তিনি জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইকোনোমিকসে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
নবাগত ইউএনও কে বিভিন্ন পেশাজীবি ও সেচ্ছাসেবী সংগঠন ফুলেল শুভেচ্ছা জানান।
লক্ষ্মীপুর সদর উপজেলার সমস্যা সমাধানে জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি দিয়েছেন নবাগত ইউ এন ও জামশেদ আলম রানা।