লক্ষ্মীপুরে যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ।

নূর মোহাম্মদঃনিজস্ব প্রতিবেদক। লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চন্দ্রগঞ্জ থানাধীন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
অভিযুক্ত শিক্ষক মুজাহিদুল ইসলাম বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।
মঙ্গলবার ও বুধবার ঐ শিক্ষককে বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবীতে কলেজের ছাত্র- ছাত্রীরা বিক্ষোভ করে।
এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয় ব্রত চৌধুরী  সমস্যা সমাধানে ছাত্র – ছাত্রীদের আশ্বস্ত করেন।
বুধবার শিক্ষার্থীদের অভিযোগ অধ্যক্ষ্যর নেতৃত্বে শিক্ষক মন্ডলী জেলা প্রশাসকে অবহিত করেন।
জেলা প্রশাসক কলেজের সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা যাচাইয়ের নির্দেশ দেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যানা যায়,  মুজাহিদুল ইসলামের এর আগেও এই ধরনের অভিযোগ উঠেছে।  তিনি সুযোগ পেলেই ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দেন, বাজে ইংগিত দেন, এবং কুপ্রস্তাব দেন। ক্লাশে পড়ালেখা বাদ দিয়ে অশ্লীল কথাবার্তা বলেন।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রিয় ব্রত চৌধূরী জানান, জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিছুদিনের মধ্যই এই বিষয়ে একটা সুরাহা হবে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক মুজাহিদুল ইসলাম ফোন কেটে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *