লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আরাফাত ইমতিয়াজের বিজয়।

নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক লক্ষীপুর সংবাদ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে জেলা পরিষদের চেয়ারম্যান রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহানের ছেলে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত ইমতিয়াজ (আনারস), বিজয়ী হয়েছেন। একইসাথে ভাইস চেয়ারম্যান পদে কামরুল হাসান বিএসসি (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা আক্তার বিথি (কলস) নির্বাচিত হন।
২১ মার্চ বুধবার রাত ৮টার দিকে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং কর্মকর্তা মোছাম্মদ সারমিন ইসলাম।
নির্বাচন কর্মকর্তা জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৬২৮টি। তার মধ্যে প্রাপ্ত ভোটের সংখ্যা ৭৮১০৪টি। এর মধ্যে বাতিল ভোটের সংখ্যা ৩৭৫৪টি সর্বমোট বৈধ ভোটের সংখ্যা ৭৪৩৪৮টি। এর মধ্যে নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৪৬৫০ ভোট পেয়ে আনারস প্রতীকের প্রার্থী ইমতিয়াজ আরাফাত বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ দেলোয়ার হোসেন (মোটরসাইকেল) পেয়েছেন ২৭৭৫৪ ভোট।
উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ শারমিন ইসলাম বলেন, উপজেলার পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ভোটকেন্দ্র ১০২টি। ভোটার সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৬২৮টি। তার মধ্যে পাপ্ত ভোটের সংখ্যা ৭৮১০৪টি। শতকরা ভোটের হার ২৯.৫৪%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *