লক্ষ্মীপুরের হাজিরপাড়ায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধিঃ-লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী হাজিরপাড়া চরমোহাম্মদপুর ইসলামিক সেন্টার এর উদ্যোগে ৫ম তাফসীরুল কোরআন মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১০ ই জানুয়ারি বিকেল ৩ টা থেকে শুরু হয়ে রাত ১১.৩০ সময় পর্যন্ত চলে মাহফিল কার্যক্রম।মাহফিল শেষে উপস্থিত জনসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়।

মাহফিলে তাফসীর করেন,আলহাজ্ব হযরত মাওলানা ইসমাইল হোসেন,উপাধ্যক্ষ লক্ষ্মীপুর দারুল উমুল মাদরাসা। আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ ইব্রাহীম খলীল,আরবী প্রভাষক, চন্দ্রগঞ্জ কেরামতিয়া কামিল মাদ্রাসা ও স্থানীয় আলেমগণ।

মাহফিলে জনসাধারণের উপস্থিতিতে হাফেজ তাওহীদুল ইসলাম ফাহিম,মেহেদী হাছান, মো: সিয়াম, নুর সালাম মিনহাজ,কে পাগড়ি প্রদান ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। বর্তমানে ইসলামিক সেন্টারে তিন শতাধিক শিক্ষার্থী লেখা পড়া করে।

উল্লেখ্য হাজিরপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কাজির দীঘির পাড়ে ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় এই চরমোহাম্মদপুর ইসলামিক সেন্টার নামে শিক্ষা প্রতিষ্ঠান।
হাজিরপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মিয়া পরিবার, পাঁচবাড়ি ও ব্যাপারী বাড়ি সমাজের দানকৃত ভূমির উপর  প্রতিষ্ঠিত হয় এই ইসলামিক সেন্টার।ঐতিহ্য বাহী মিয়া বাড়ীর সন্তান আলহাজ্ব মিয়া মোহাম্মদ  গোলাম ফারুক পিংকু প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ্ব কামাল উদ্দিন সহ-সভাপতি ও স্হানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শুরু হয় পরিচালনা কার্যক্রম।

বরাবরের মতো প্রতিষ্ঠানের প্রয়োজনে সমাজের সর্বস্তরের মানুষ যুক্ত হয় উন্নয়ন কার্যক্রমে, তারই ধারাবাহিকতায় মিয়া পরিবারের সদস্য মিয়া শামসুল ওমর শামীম ও ওনার একমাত্র ছেলে মিয়া সালমান ওমর নিজস্ব অর্থায়নের পাশাপাশি বিদেশি দাতা সংস্থা আরব আমিরাত এম্বেসীর মাধ্যমে আর্থিক সহযোগিতা ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।
মিয়া পরিবারের পক্ষ থেকে সামাজিক কার্যক্রমগুলো মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি করেন মিয়া নুরুল মুরসালিন মাসরুর,মিয়া মহি উদ্দিন কচি, মিয়া মনির উদ্দিন।

মিয়া পরিবারের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নুরে আরেফিন আবির মিয়া মিডিয়ার সাথে আলাপ কালে জানান,এখানে তিন তলা বিশিষ্ট এতিম শিশুদের জন্য আবাসিক ভবনের নির্মাণকাজ শুরু হবে। বিদেশি দাতা সংস্থা আরব আমিরাত এম্বেসীর পক্ষ থেকে সার্ভে করে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পের রিপোর্ট এম্বেসীতে জমা দিয়েছে। এই প্রকল্পের আওতায় নির্মাণ হবে ক্লাস রুম, অফিস কক্ষ, হল রুম, ছাএ-ছাএীদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেটসহ প্রয়োজনীয় উন্নয়ন। এই প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে মিয়া সালমান ওমর। দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মিয়া পরিবারের এই মূখপাত্র।

তাফসীর মাহফিল সফল করার জন্য আরও উপস্থিত ছিলেন জনাব ফজলে এলাহী আরজু,হাবিবুর রহমান মেম্বার, আব্দুর রব,আবদুর রহমান,ইমন ওমর,ওহিদুর রহমান মিন্টু,মোঃ সায়েম,সহ স্হানীয় পর্যায়ে রাজনৈতিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন, আমজাদ হোসনে,জিসান সরোয়ার,শিমুল,আবদুল আহাদ,স্বপন আহমেদ,লেদু মিয়া,মোহন সহ স্থানীয় যুব সমাজ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

উপস্থিত জনসাধারণ এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন,জনাব আলহাজ্ব কামাল উদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী ও সহ-সভাপতি ইসলামিক সেন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *