নিজস্ব প্রতিনিধিঃ- লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রকিব হোসেন।
বৃহস্প্রতিবার (৯ জানুয়ারী) কুমিল্লা শিক্ষা বোর্ডের এক পত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃনুরুল ইসলাম।
গত ৫ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বিলুপ্ত করা হয়।
তারই ধারাবাহিকতায় হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে সরকারী বিধি মোতাবেক এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সদস্য সচিব সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃনুরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ কবির হোসেন,অভিভাবক সদস্য মোঃইয়াসিন।