স্বামীর সর্বস্ব লুটে নিয়ে সোনারগাঁও মোগড়াপাড়া টিক টকার সৌরবের কাছে পালিয়ে যায় স্ত্রী।

নিউজ ডেক্সঃ-লক্ষ্মীপুর সদর উপজেলায় স্বামীর স্বর্ণালংকার,টাকা-পয়সা লুট করে সৌরবের সাথে পালিয়ে গেছে স্ত্রী নাজমুন নাহার পিংকি। লুট হওয়া মালামাল উদ্ধারে আইনের আশ্রয় নেওয়ায় স্বামীকে মিথ্যা মামলায় জেল খাটানোর হুমকি ও দেওয়া হচ্ছে। এরপরও অন্য ছেলের সাথে পালিয়ে যাওয়া স্ত্রীকে হন্যে হয়ে খুঁজছেন স্বামী শামছুদ্দিন।

ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার ৬নং বাঙ্গাখাঁ ইউনিয়নের বাঙ্গাখাঁ গ্রামের জাগিরদার বাড়ীতে। এ ঘটনায় স্বামী শামছুদ্দিন লক্ষ্মীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
যানা যায় ২০২০ সালের ১৫ মার্চ সদর উপজেলার ১৪নং মান্দারী ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের খাশের বাড়ির বাসিন্দা নুর আলমের কন্যা নাজমুন নাহার পিংকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শামছুদ্দিন। বিয়ের কয়েক মাস পর থেকেই তার অবাধ্য হতে শুরু করে তার স্ত্রী। এক পর্যায়ে স্ত্রীর অশোভন আচরণ ও পর পুরুষের সঙ্গে অবাধ মেলামেশা নিয়ে তাদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ লেগে থাকত।
গত ১৮ অক্টবর স্ত্রী নাজমুন নাহার পিংকি ঘরে থাকা চার ভরি সোনা আর দুই লাক্ষ ১০ হাজার টাকা নিয়ে সোনারগাঁও মোগড়াপারা টিক টকার সৌরবের সাতে পালিয়ে যায়। এ বিষয়ে জানতে নাজমুন নাহার পিংকি মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও মোবাইল বন্ধ থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *