এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপি-র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এড.বেলায়েত হোসেন ভূইঁয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আলী, জেলা বিএনপির সদস্য সচিব এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সমাজ কল্যাণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর সভাপতিত্বে ভিক্ষোব সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যুৎ,গ্যাস,চাল,ডাল,তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে সঞ্চালনা করেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড.হাছিবুর রহমান সহ বিএনপি, যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল,কৃষকদল,শ্রমিক দল সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন।