লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালীরচর গ্রাম। সম্প্রতি ওই গ্রামের তিনটি বাড়ীতে চুরির ঘটনায় চোর শনাক্ত করতে স্থানীয় চৌকিদারসহ কয়েকজন লাঠি চালান দেয়। এতে ওই গ্রামের রানী বেগমের ছেলে নির্মাণ শ্রমিক অন্তরকে চোর সাব্যস্ত করে তারা। পরে গ্রাম আদালত বসিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন লোলা তাকে একলক্ষ টাকা জরিমানা করে। জরিমানার টাকা জোগাড় করতে এখন বসতভিটা বিক্রির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছে ভূক্তভোগী পরিবার।
তবে জরিমানার বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি ইউপি চেয়ারম্যান নুরুল আমিন লোলা।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে জেলা পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করেছে ভুক্তভোগী পরিবার। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানালেন, অভিযোগ প্রমাণিত হলে দোষীদের আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।