লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে হামদর্দের মতবিনিময়।

নিজস্ব প্রতিনিধিঃ- লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে হামদর্দ ল্যাবরেটরিজ(ওয়াকফ) বাংলাদেশের উপ-পরিচালক প্রশাসন ও স্টেট পরিচালক প্রটোকল এবং আইন বিষয়ক এ.ডি.মিজানুর রহমান মতবিনিময় সভা করেছেন।

শুক্রবার ৩১ জানুয়ারী বিকেলে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবদুন নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন-চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মনির হোসাইন, কোষাধ্যক্ষ জুনায়েদ আহম্মেদ,দপ্তর সম্পাদক মিজানুর রহমান মল্লিক,প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন,সদস্য মোঃঅহিদ মিয়া,ইব্রাহিম খলিল মঞ্জু,মোঃমহসিন,আবদুল কাদের মিয়াজি, মোঃআবুল বাসার, মোঃসেলিম, মোঃসাহাব উদ্দিন,নুর আলম ছিদ্দিক রাজুসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের গণমাধ্যম কর্মীরা।

এসময় হামদর্দের এ.ডি.মিজানুর রহমান বলেন, আপনারা জাতির দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে নিরলস পরিশ্রম করে সমাজকে আলোকিত করার যে মহান দায়িত্ব আপনারা পালন করছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ সবসময় সমাজ ও দেশের কল্যাণে কাজ করে এসেছে। আর এই পথচলায় আপনাদের ইতিবাচক সহযোগিতা একান্তভাবে কাম্য। সাংবাদিকদের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় আমরা পাশে থাকতে চাই এবং আপনাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির যেকোনো প্রয়াসকে উৎসাহিত করব।

আপনারা আপনাদের কাজের মাধ্যমে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। যা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, এসব সমস্যা সমাধানের জন্য আমরা যথাসম্ভব সচেষ্ট থাকব এবং প্রাসঙ্গিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
আসুন,আমরা একসঙ্গে কাজ করে একটি সুন্দর সমৃদ্ধ ও স্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *