সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরে সমাজসেবা দিবস ২০২৫ পালিত।

নিউজ ডেক্সঃ-‘নেই পাশে কেউ যার‚সমাজসেবা আছে তার।এ প্রতিপাদ্যকে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপিত হয়েছে।

২জানুয়ারী বৃহস্পতিবার লক্ষ্মীপুর সমাজসেবা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে।

সকালে দুই প্রজম্মের নবীন প্রবীণের সমন্বয়ে জেলা স্টেডিয়াম হতে উপজেলা পরিষদ পর্যন্ত ওয়াকাথন প্রতিযোগিতার এর উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কল্যাণ রাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডায় মিলিত হন সবাই। এতে অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন পুলিশ সুপার আক্তার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা, সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, সনাক সভাপতি জেড এম ফারুকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ প্রজম্ম ও সর্বস্তরের জনগণ।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, হাঁটার প্রতিযোগীতার মধ্য দিয়ে শীতের তীব্রতা যেমনি দূর হয়ে যাবে, তেমনি আমাদের জীবনের আরো ভারসাম্য ও গতিশীলতার পাশাপাশি সমাজেরও একটি গতি তৈরী হবে।

মুক্ত আড্ডা শেষে পুরুষ্কার বিতরণ, শীতার্থদের মাঝে কম্বল ও প্রতিবন্ধী ব্যাক্তিগণের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *