লক্ষ্মীপুরে ৮৬৫৫জন কৃষকের মাঝে শীতকালীন ও রবিস্যের- বীজ ও সার বিতরণ।

নিউজ ডেক্সঃ- সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষ্মীপুর সদর উপজেলার ২১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ ৮৬৫৫জন কৃষকদের মাঝে শীতকালীন শাক-সবজি ও  রবিশস্যর বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে ১৩ নভেম্বর বুধবার সদর উপজেলা
পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) অভি দাশ।
সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ।

বিতরণকৃত শাক-সবজি বীজের মধ্য পেঁয়াজ, সরিষা, মুশুর ডাল, ফেলন ডাল, লালশাক, পালংশাক, বাঁধাকপি, লাউ বেগুন, কলমি শাক, টমেটো, বেগুন,কুমড়ার উচ্চ ফলনশীল বীজ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, কৃষির সাথে সভ্যতার যোগসাজশ রয়েছে।  কৃষিই সভ্যতার সমৃদ্ধি। তাই কৃষক ও কৃষি বাঁচলে সভ্যতা বাঁচবে।
সভা সঞ্চালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি অফিসার মোঃ হাসান ইমাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *