নিউজ ডেক্স, দৈনিক লক্ষ্মীপুর সংবাদঃ লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে নিম্নমানের খাবার তৈরী , মেয়াদহীনতা অস্বাস্থ্যকর পরিবেশন ও অতরিক্তি অ্যালকোহল যুক্ত ড্রিংস সামগ্রী বিক্রির দায়ে ২টি খাবার হোটলের মালকিকে ২০ হাজার টাকা জরমিানা করছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতবিার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে জেলার চন্দ্রগঞ্জ পশ্চমি বাজারে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরচিালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম সিরাজুল সালেহীন। এসময় সদর থানার পুলশি সদস্যরাসহ ভ্রাম্যমাণ আদালত পরচিালনায় নিয়োজিত অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সামগ্রী তৈরী ও অতরিক্তি অ্যালকোহল যুক্ত ড্রিংস সামগ্রী বিক্রয়ের অপরাধে চন্দ্রগঞ্জস্থ শ্রমকি হোটলের মালকিকে ১০ হাজার টাকা এবং দুগ্ধজাতীয় খাবারে মেয়াদ উল্লেখ্য না থাকায় ও অস্বাস্থ্যকর পরবিশের কারণে শাহীন হোটলের মালকিকে ১০ হাজার টাকাসহ র্সবমোট ২০ হাজার টাকা জরমিানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতরে বিচারক জেলা প্রশাসনরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম সিরাজুল সালেহীন বলনে, খাবার সামগ্রী তৈরীতে অস্বাস্থ্যকর পরিবেশ কোনোভাবেই মেনে নেওয়া যায়না। কারণ, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী খাবার খেলে মানুষের শরীরে নানা ধরনরে রোগ-ব্যাধি দেখা দতিে পারে।তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।