লক্ষ্মীপুরে মেঘনায় নিষিদ্ধ সময়ে  নদীতে মাছ ধরায় ২৮ জেলে আটক।

নিউজডেক্সঃ লক্ষ্মীপুরে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশসহ অন্যন্য মছনদ  ধরার অপরাধে লক্ষ্মীপুর জেলার মেঘনা-নদীতে অভিযান চালিয়ে ২৮ জন জেলে ৮টি নৌকা ১০টি জাল আটক করেছে লক্ষ্মীপুর নৌ পুলিশ।
২নভেম্বর মধ্য রাতে চাঁদপুর নৌ অঞ্চলের অধীনে লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরীঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

এসময় মোট ২৮ জন আসামীকে আটক করা হয়েছে, পাশাপাশি ৮টি নৌকা ও ১০টি বড় জাল (প্রায় ৬,৪০০ মিটার) জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরীঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানিয়েছে।
তিনি বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও  অব্যাহত থাকবে। যাতে করে ইলিশের প্রজনন ও মাছের মজুত রক্ষা সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *