লক্ষ্মীপুর হাজিরপাড়ায় শহীদ মনির হোসেন স্মৃতি ফুটবল টুনামেন্ট উদ্বোধন।

নিজস্ব প্রতিনিধিঃ- লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া হামীদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে  প্রথমবারের মতো শুরু  হলো “শহীদ মনির হোসেন স্মৃতি ফুটবল টুনামেন্ট -২০২৪।

হাজিরপাড়া ক্রীড়া সংঘের সভাপতি আবদুর রহমান টিংকু ‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ইসমাইল হোসেন এর সঞ্চালনায়  স্কুল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি  ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সম্প্রতি তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)  এর সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় হাজিরপাড়া ক্রীড়া সংঘের পক্ষ হতে  সংর্বধনা দেওয়া হয় উদ্বোধনী অনুষ্ঠানে।

৩ নভেম্বর রবিবার বিকেলে হতে শুরু হওয়া এই ফুটবল টুর্নামেন্টে ৩২ টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখী হয় জিসান স্মৃতি ক্রীড়া সংঘ বনাম  HP রক সোয়েল ইউনাইটেড। নির্ধারিত সময়ে গোল শূন্য হওয়ায় ট্রাইবেকারে HP রক সোহেল ইউনাইটেড এর কাছে হেরে যায় জিসান স্মৃতি ক্রীড়া সংঘ। দীর্ঘদিন পর হাজিরপাড়ায় এই ধরনের উন্মুক্ত খেলার আয়োজনে দর্শকের উপস্থিতি ছিলো অনেক ও আনন্দঘন পরিবেশ।

স্থানীয় পর্যায়ে ক্রীড়া সংস্কৃতির উন্নয়ন ও তরুণ সমাজকে আলোকিত করতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিবৃন্দ। পাশাপাশি খেলাধুলার উন্নয়নে যে কোন ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যাতে করে তরুণ প্রজন্ম কোন অন্যায় কাজের সাথে যুক্ত না হয়।

উল্লেখ্য ২০১১ সালের ১৬ ই ডিসেম্বর রাতে দুর্বৃত্তের হামলায় নিহত হন হাজিরপাড়া ইউনিয়নের যুবদল সভাপতি মনির হোসেন। তাঁর স্মৃতি রক্ষার্থে হাজিরপাড়া ক্রীড়া সংঘ ও শহীদ মনির হোসেন এর পারিবারিক পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয় প্রথমবারের মতো এই ফুটবল টুর্নামেন্ট।

হাজিরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক এর ছেলে, মনির হোসেন এর ভাতিজা হাজিরপাড়া  ক্রীড়া সংঘের উপদেষ্টা তরুণ রাজনীতিবিদ ইমন ওমর সার্বিকভাবে  সহযোগিতা করেন এই টুর্নামেন্ট আয়োজনে।

মাঠ পর্যায়ে টুর্নামেন্ট পরিচালনায়  থাকবেন  হাজিরপাড়া ক্রীড়া সংঘের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ ও ক্লাবের অনান্য সদস্যগণ।

টুর্নামেন্ট সফলভাবে পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও ক্রীড়া প্রেমী ব্যক্তিগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে  আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সিনিয়র যুগ্ম -আহবায়ক সাবেক চেয়ারম্যান  গোলাম সারওয়ার, চন্দ্রগঞ্জ থানা বিএনপির  সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, হাজিরপাড়া ক্রীড়া সংঘের প্রধান উপদেষ্টা কামাল হোসেন (দাদা কামাল),হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল হাই, হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুম উদ্দিন তুহিন চৌধুরী, সৌদি আরব প্রবাসী ও বিএনপি নেতা বাহার  পাটোয়ারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *