নিউজ ডেকঃ দৈনিক লক্ষ্মীপুর সংবাদ।লক্ষ্মীপুর সদর চন্দ্রগঞ্জ থানার দিঘলী ইউনিয়নের উত্তর জামিরতলী এলাকায় একটি চিপসের কারখানায় আগুন লেগে পুরো কারখানা পুড়ে চাঁই হয়ে যায়।
গতকাল বুধবার ৭ডিসেম্বর রাত ২টার সময় ঘটনাটি ঘটে।
কারখানার মালিক আব্দুল মতিন জানায়, কারখানার শ্রমিকেরা রাত ২টার দিকে তৈলের উপরে চিপস বাজার সময় তৈল অতিরিক্ত গরম হয়ে আগুনের সুত্রপাত ঘটে, এতে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে, রাত ভারী হওয়ায় আশে পাশে লোকজন না থাকায় আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি, ফায়ার সার্ভিস আসার আগেই পুরো কারখানা পুড়ে চাঁই হয়ে যায়, এতে প্রায় ১২লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় ।
আগুন নিয়ন্ত্রন করতে গিয়ে কারখানার মালিক আব্দুল মতিনের পায়ে গরম তৈল পরে পা পুড়ে যায়, গতকাল রাতেই তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়, অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, এই কারখানায় একই এলাকার প্রায় ৩০ থেকে ৩৫জন নারী – পুরুষ কাজ করে, তাদের পরিবারের আয়ের উৎস ছিল এই কারখানা, বর্তমানে কারখানা না থাকায় দিশেহারা হয়ে পড়েছে স্থানিয় শ্রমিকেরেরা ।