নিউজ ডেক্সঃ দৈনিক লক্ষ্মীপুর সংবাদ। লক্ষ্মীপুর সদর থানার অধিনস্থ মাছিম নগর আজিজ উল্লা মেম্বার বাড়িতে পারিবারিক জমিন সংক্রান্ত জেরে নিজ সহোদর ভাইর হাতে হামলার শিকার হয় জাহাঙ্গীর আলম(৪৩) নামের এক ব্যক্তি।
গত বৃহস্পতিবার ২৩ শে জুন রাত ৯.০০ ঘটিকায় মাছিম নগর গ্রামে আজিজ উল্যা মেম্বারের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
ঐ দিনে লক্ষীপুর সদর সরকরী হাসপাতালে চিকিৎসা নেয় জাহাঙ্গীর আলম।২৪ শে জুন শুক্রবার লক্ষ্মীপুর সদর মডেল থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
অভিযোগ ও পত্যক্ষ সুত্রে জানাযায় আবদুর জবার ও মহসিন উভয় ভুক্তভোগীর সহোদর ভাই। পূর্ব থেকে পারিবারিক জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিল। সে বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে জাহাঙ্গীর আলমের উপর হামলা করে। গুরুতর জখম অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় জাহাঙ্গীর আলম কে।
এবিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, আবদুর জব্বার ও মহসিন আমার সহোদর ভাই, জায়গা জমিন নিয়ে বহুদিন থেকে তাদের সাথে বিরোধ। এ বিরোধ নিরসনের জন্য এলাকায় একাধিক বার বৈঠকে বসা হয়।কিন্তুু তারা স্থানীয় সমাধান অমান্য করে।তখন আমি সদর থানায় অভিযোগ দায়ের করলে থানা সরজমিনে এসে পরিমাপ করে সমাধান করে। তারা এই সমাধান অমান্য করে গত ২৩শে জুন রাত ৯টার দিকে আবদুর জব্বার ও মহসিন সহ ৮/১০ জন মিলে পূর্ব পরিকল্পিত ভাবে আমার উপর হামলা করে। আমার মাথায় রক্তাক্ত জখম করে। আমার চিৎকারে লোকজন এসে চিকিৎসার জন্য আমাকে হাসপাতালে ভর্তি করে।
আমি তদন্ত সাপেক্ষে সঠিক বিচার পাওয়ার আশাবাদী।
এই বিষয়ে আব্দুল জব্বার ও মহসিন কে মুঠোফোনে যোগাযোগ করা চেষ্টা করেও সম্ভব হয় নি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।