লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১৮ নং কুশাখালী ইউনিয়নের শান্তির হাটে দোকানঘর দখলকারী আঃখালেক মাস্টার ও তার স্ত্রী কর্তৃক হয়রানি প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী স্থানীয় মসজিদের মোয়াজ্জেম আঃ রহমান ও তার ছেলেরা।
বুধবার ২৯ শে জানুয়ারী সকালে লক্ষ্মীপুরের সম্পাদক ও প্রকাশক অফিসে উপস্থিত হয়ে বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গনের উপস্থিতিতে সংবাদ সম্মেলন ভুক্তভোগী আঃ রহমান বলেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা আঃ খালেক মাষ্টার আওয়ামী লীগের সরকারের সময়ে আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে আমার দোকানঘর দখল করে। সে সময় আমি বাধা দিলে আমাকে মেরে বস্তায় বেঁধে রাখে, স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করায়। তখনকার সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টা নিয়ে বসে এবং আমার দোকানঘরের পরিবর্তে অন্য জায়গায় দিতে সিদ্ধান্ত করে দিয়েছিলেন, কিন্তু খালেক মাস্টার ক্ষমতার দাপটে তা দেয়নি।
গত ২১শে জানুয়ারী খালেক মাস্টার দখল কৃত আমার দোকানঘরের দ্বিতীয় তালার কাজ শুরু করলে আমি ও আমার ছেলেরা বাধা দিলে খালেক মাস্টার ও তার স্ত্রী আমাদের উপর হামলা চালায়।
এই ভূমিদস্য খালেক মাস্টারের বিচার চাই। দখল হওয়া আমার দোকানঘর ফেরত চাই।
দোকানঘর দখলের বিষয়ে আঃ খালেক মাস্টার অস্বীকার করে বলেন, স্থানীয় বিএনপি নেতা হাজী আবুল কাশেম ও বাজার কমিটির সাধারণ সম্পাদক ডাঃ জাহাঙ্গীরসহ স্থানীয় ভাবে বসে বিষয়টি মিমাংসা করে, এবং আমাকে ৫২ হাজার টাকা আঃ রহমানকে দিয়ে দিতে বলে। আমি ১৫ হাজার টাকা দিয়ে আমার ভবনের কাজ করতে গেলে সকালে রহমান ও তার ছেলেরা আমার কাছে এক লাখ টাকা চেয়ে আমার উপর অতর্কিত হামলা করে, আমার পরিবার ও আমার মেয়েকে পিটিয়ে আহত করে।পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।যাহার রেজি নং ৪৬৮/৮ তাং ২১/১/২০২৫ ইং।
স্থানীয় বিএনপি নেতা আবুল কাশেম মিয়া জানান বিষয়টি নিয়ে আমরা বসেছি উভয় উশৃংখল প্রকৃতির লোক, আমাদের জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ভাই জেনেছেন, এবং তিনি আমাদেরকে বলেছেন বিষয়টি নিয়ে বসে সমাধান করে দিতে। উভয়কে বসানোর চেষ্টা চলছে।