লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিতধ।
সোমবার সকালে হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠান।
হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রকিব হোসেন আর্জু।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন,১১নং হাজিরপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ওমর ফারুকের সহ-ধর্মিণী মিসেস পারভীন আক্তার।
বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গোলাম সরওয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজিরপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আবদুল হাই, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য নুরে আরেফিন আবির মিয়া, বিএনপি নেতা লোকমান হোসেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজিরপাড়া ইউনিয়নের সেক্রেটারী মোঃ হাফিজুর রহমান সজিব,চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন,সাংবাদিক মহি উদ্দিন লিটন,অভিভাবক সদস্য ইয়াছিন(কাজল),শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ কবির হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,আমন্ত্রিত অভিভাবক,স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষার্থী ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
নিয়মিত লেখা-পড়ার পাশাপাশি ক্রীড়া-সাহিত্য ও সংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করার আহবান জানান শিক্ষার্থীদের প্রতি আগত অতিথিগণ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।