লক্ষ্মীপুরের প্রিন্সিপাল কাজী ফারকী স্কুল এন্ড কলেজ এইচএসসি ফলাফল এবারও সেরা

নিউজ ডেক্সঃ-এইচ এসসি পরীক্ষার ফলাফল ২০২৪ প্রকাশিত হয়েছে। লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থীরা তাক লাগানো সাফল্য অর্জন করেছে। দেশের প্রথিতযশা শিক্ষাবীদ প্রিন্সিপাল কাজী নূরুল ইসলাম ফারুকী প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ প্রতি বছরই ভালো ফলাফল করে আসছে।

প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞান বিভাগে ১৭৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৬ জন জিপিএ এ+,১২৫ জন এ, ৪ জন এ- সহ শতভাগ পাশ করে।

মানবিক বিভাগ থেকে ১১১ জন পরীক্ষার্থীর মধ্য ২২ জন জিপিএ এ+, ৫৫ জন জিপিএ এ, ২২ জন এ- এবং ৬ জন বি নিয়ে কৃতকার্য হয়।

বাণিজ্য বিভাগ থেকে ১০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১১ জন এ+,৬৮ জন এ,১৫ জন এ-,এবং ২ জন বি নিয়ে কৃতকার্য হয়।
বিগত বছর গুলোতেও আলোকোজ্জ্বল এই বিদ্যাপীট তাক লাগানো ফলাফল করে লক্ষ্মীপুর জেলাকে পরিচিতি দান করে।
ভালো ফলাফলের জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ নূরুল আমীন জানান, ভালো পাঠদান, নিয়মিত ক্লাস, শিক্ষার্থীদের কঠোর অনুশীলন এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার কারনে এত ভালো ফলাফল। দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে যায়গা করে নিবেন বলে তিনি আশাবাদী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *