বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন

রাশেদুল হাসান প্রতিনিধি দৈনিক লক্ষ্মীপুর সংবাদ। 
২৩শে জুন বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানার আওতাধীন ১২ নং চরশাহী ইউনিয়ন  সহকারী নির্বাচন কমিশনার নেছার আহম্মেদ এর সঞ্চালনায়।  দাশের হাট বাজার বণিক সমিতি পুরনো কমিটি ভেঙে দিয়ে । নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন মাষ্টার সাদাত হোসেন বকুল।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশন মাষ্টার  সামছুর রহমান, সহকারী কমিশন নেছার আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু।   চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সহ সভাপতি এড্ সামসুল হক সামসু।, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাঈনুল হোসেন সুমন।  ১২ নং চরশাহী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিংকু। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম রিয়াজ, সহ সহযোগী সংগঠনের নেত্রী বৃন্দ ।  দাশের হাট বণিক সমিতি সভাপতি আব্দুল ওয়াহেদ মুন্সি, সহ সকল সদস্য ।
খসড়া ভোটার তালিকা প্রণয়ন ২৪/০৬/২০২২  ইং
খসড়া ভোটার তালিকা অনুমোদন ২৫/০৬/২২ ইং। খসড়া  ভোটার তালিকা সংশোধন বা পরিবর্তন আপত্তি থাকলে লিখিত ভাবে আবেদন ২৭/০৬/২২ ইং।  চুড়ান্ত ভোটার তালিকা অনুমোদন  ২৮/০৬/২০২২  ইং।
মনোনয়ন পত্র বিতরণ ৩০/৬ /২২ হইতে ০১/০৭/২২ ইং পযন্ত। মনোনয়ন পত্র জমা ০২/০৭/২২ ইং সকাল ১০. হইতে বিকেল ৫.০০ টা পযন্ত
মনোনয়ন পত্র  বাছাই সকল প্রার্থীর উপস্থিতিতে ০৩/০৭/২২ ইং সন্ধ্যা ৭.০০ ঘটিকায়। প্রার্থীতা পত্যাহার ০৪/০৭/২২ ইং সকাল ১০.০০ হইতে বিকেল ৫.০০ ঘটিকা  পর্যন্ত।
প্রতীক বরাদ্দ সকল প্রার্থীর উপস্থিতিতে। ০৫/০৭/২২ ইং সন্ধ্যা ৭.০০ টা হইতে রাত ৯.০০ টা পযন্ত
ভোট গ্রহণ ১৮/০৭ /২০২২ ইং রোজ সোমবার সকাল হইতে বিকেল (৫.০০) টা পর্যন্ত।  বলেন প্রধান নির্বাচন কমিশন মাষ্টার সাদাত হোসেন বকুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *