নিউজ ডেক্সঃ- লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১৮ নং কুশাখালী ইউনিয়নের শান্তির হাটে জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় আওয়ামীলীগ নেতা আঃ খালেক মাষ্টারের উপর হামলার ঘটনা ঘটে।
২১ জানুয়ারি মঙ্গলবার সকালে নিজ বাড়ীতে কাজ করার সময় পূর্ব থেকে যায়গা জমি নিয়ে বিরোধ থাকা আঃ রহমানের ছেলে শাহ আলম নূর আলম ও দিদারসহ কয়েকজন বাসায় ডুকে হামলা করে।
পরে আঃ খালেক মাষ্টারকে সদর হাসপাতালে ভর্তি করা হয়, যাহারা রেজি নং ৪৬৮/৮ তাং ২১/১/২০২৫ ইং।
আহত আঃ খালেক জানান, স্থানীয় বিএনপি নেতা হাজী আবুল কাশেম ও বাজার কমিটির সাধারণ সম্পাদক ডাঃ জাহাঙ্গীরসহ স্থানীয় ভাবে বসে বিষয়টি মিমাংসা করে, এবং আমাকে ৫২ হাজার টাকা আঃ রহমানকে দিয়ে দিতে বলে। আমি ১৫ হাজার টাকা দিয়ে আমার ভবনের কাজ করতে গেলে সকালে রহমান ও তার ছেলেরা আমার কাছে এক লাখ টাকা চেয়ে আমার উপর অতর্কিত হামলা করে, আমার পরিবার ও আমার মেয়েকে পিটিয়ে আহত করে।পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে জানতে চাইলে আঃ রহমান জানান, আমাকে আগেও কয়েকবার পিটিয়ে আহত করে। বিরোধ নিষ্পত্তি না করে বাড়ির কাজ কেন করতে গেলেন, জানতে চাইলে খালেক মাষ্টার ও তার পরিবার আমার ছেলেকে মারধর করে। তাকে উদ্ধার করতে গেলে অন্যরাও হামলার শিকার হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।