লক্ষ্মীপুর বাংগাখাঁতে রাতের অন্ধকারে পুরাতন বসত ঘর ভেঙে জোর পূর্বক নতুন পথ তৈরি।

নিউজ ডেক্সঃ দৈনিক লক্ষ্মীপুর সংবাদ। লক্ষ্মীপুর বাংগাখাঁতে রাতের অন্ধকারে পুরাতন বসত ঘর ভেঙে জোর পূর্বক বাড়ির পথ করার অভিযোগ উঠেছে একই বাড়ির অজি উল্যা গংদের বিরুদ্ধে।
গত ৪ঠা নভেম্বর রাত আনুমানিক ২.৩০মিনিটের সময় লক্ষ্মীপুর সদর উপজেলা ৬নং বাংগাখাঁ ইউনিয়ন অলিপুর গ্রামের মেস্তুরী বাড়িতে নুর মোহাম্মদের বসত ভিটিতে ঘটনাটি ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী নুর মোহাম্মদের স্ত্রী আয়েশা বেগম লক্ষ্মীপুর মডেল থানায় লিখত অভিযোগ দায়ের করেন। অভিযোগ নং ২৮৯৪তাং ৭-১১-২০২২.
অভিযোগ সূত্রে ও সরেজমিনে জানা যায়, নুর মোহাম্মদ (৬৫)পিতা মৃত নুরুজ্জামান এর টিনের পুরাতন বসত ঘরটি রাতের অন্ধকারে ভেঙে ঘরের ভিটির মাটি কেটে নতুন পথ বাহির করে একই বাড়ির অজি উল্যা গংরা। জানা যায় যে নুর মোহাম্মদ ও অজি উল্যা গংদের সঙ্গে বাড়ির যাতায়াতের পথ নিয়ে পূর্ব থেকে বিরোধ চলছে।
এ বিরোধ নিরসনের জন্য একাধিক বার বসার চেষ্টা করা হলেও বিরোধ নিরসন হয় নাই।
এ বিষয়ে ভুক্তভোগী নুর মোহাম্মদ দৈনিক লক্ষ্মীপুর সংবাদ কে বলেন, আমি একজন রোগাক্রান্ত মানুষ, এই পুরাতন চার চালের টিনের বসত ঘর আমার বাবার। এ ঘরে আমার বাবা থাকতেন। ঘরের পূর্ব পাশে পুকুরে পাড় দিয়ে বাড়ির পথ ছিল। পুকুরের পাড় ভাংতে ভাংতে পথ ও পুকুরে ভেঙে যায়। গত শুক্রবার রাত আনুমানিক ২.৩০ মিনিটে অজি উল্যা(৩২), নবী (২৪), রুবেল (১৯) নুর জাহান (৫৫)সহ ১০/১২ জন সংঘবদ্ধ হয়ে  জোর করে রাতের অন্ধকারে ঘর ভাংচুর করে ঘরের ভিটির মাটি কেটে নতুন পথ বাহির করে। ঘর ভাংচুরের আওয়াজ শোনে ঘটনা স্থলে আসলে আমাকে ও আমার পরিবারকে গাল-মন্দ করে, জানে মারার হুমকি দেয়। আমার পরিবার ন্যায় বিচারের জন্য থানায় অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে অজি উল্যা গংরা অভিযোগ অস্বীকার করে বলেন ঘর ভাংচুরের ঘটনা সত্য নয়, তুফানে পুরাতন ঘর ভেঙে যাওয়ায় ঘরের ভিটির মাটি সমান করে বাড়ির যাতায়াতের পথ করি। এখান দিয়ে আমাদের পূর্বের পথ ছিল।
এবিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) মুসলেহ উদ্দিন বলেন, ভুক্তভোগী লিখত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *