লক্ষ্মীপুরের রওশন জাহান ইস্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল (ইউনানী)চেয়ারম্যান মনোনীত ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া।

নিজস্ব প্রতিনিধিঃ-হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড.হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়াকে চট্টগ্রাম মেডিকেল বিশ্বিবিদ্যালয়ের অধিভূক্ত রওশন জাহান ইস্টার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) লক্ষ্মীপুরের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, রওশন জাহান ইস্টার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) প্রতিষ্ঠাতাও তিনি।

২৫ শে মে রোববার সকালে রাজধানীর বাংলামোটরে হামদর্দের বোর্ডরুমে কলেজ পরিচালনা পর্ষদের ১৬তম সভায় এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় ড.হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছায় অভিসিক্ত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রওশন জাহান ইস্টার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) লক্ষ্মীপুরের বিদায়ী অধ্যক্ষ; হামদর্দ বাংলাদেশের সিনিয়র পরিচালক উন্নয়ন, পরিকল্পনা ও বিপণন অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন।

অনুষ্ঠানে রওশন জাহান ইস্টার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) লক্ষ্মীপুরের গভর্নিং বডির নব মনোনীত ভাইস-চেয়ারম্যান, চট্টগ্রাম মেডিকেল বিশ্বিবিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডা.অজয় দেবকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক কলেজটির গভর্নিং বডির মনোনীত সদস্য এএমসির পরিচালক ডা.গওসুল আজিম চৌধুরী,প্রতিষ্ঠানের উদ্যোক্তা প্রতিনিধি-১ এবং পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ ব্রি.জে. অব. মাহবুব আনোয়ার, প্রতিষ্ঠানের উদ্যোক্তা প্রতিনিধি-২ হামদর্দের পরিচালক অর্থ ও হিসাব নাজমুল করিম এফসিএ, চট্টগ্রাম মেডিকেল বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য কর্তৃক মনোনীত শিক্ষানুরাগী সদস্য অধ্যাপক ডা. রহিম উল্ল্যা চৌধুরী, শিক্ষানুরাগী সদস্য ডা. আইরিন সুলতানা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক মনোনীত সদস্য যুগ্মসচিব মোহাম্মদ কামরুজ্জামান, প্রতিষ্ঠানের উপদেষ্টা ডা. আশফাকুর রহমান মামুন, শিক্ষক প্রতিনিধি ডা.মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ মাহমুদুল হাছান ভূঁইয়া, অভিভাবক সদস্য একেএম হারুন, উদ্যোক্তা প্রতিনিধি-৩ এবং রওশন জাহান ইস্টার্ণ মেডিকেল কলেজ সংলগ্ন হাসপাতালের পরিচালক ড. মোহাম্মদ খায়রুল আলম, কলেজের ডেপুটি ম্যানেজার কামরুল এইচ সবুজ, হামদর্দের মার্কেট মনিটরিং টিম লিডার আব্দুল আজীজ মাসুম।
অনুষ্ঠানে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *