চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নুর, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ 

নিউজ ডেক্সঃ-আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে শুক্রবার সকাল ৯ টা হতে দুপুর ১২.০০টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। 

সভাপতি পদে ডাঃ কামালুর রহিম সমর(গ্লোবাল টিভি)  ১২ ভোট,মোঃআবদুন নুর(স্বাধীন সংবাদ)২২ ভোট,সহ -সভাপতি পদে মামুনুর রশীদ(উপকুল কন্ঠ)১১ ভোট,আবদুল আজিম(স্বাধীন সংবাদ)২৩ ভোট,সাধারণ সম্পাদক পদে সহিদুল ইসলাম(এস এ টিভি)১৪ ভোট,মোঃআলাউদ্দিন(দৈনিক আমার সময়)২০ ভোট  পেয়েছেন। 

কোষাধ্যক্ষ পদে দৈনিক শেয়ার বিজ,এশিয়ান টিভি ও সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল এর জেলা প্রতিনিধি জুনায়েদ আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক পদে সাহাদাত হোসেন দিপু (দৈনিক ভোরের ডাক)ও দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান মল্লিক(পল্লী নিউজ)মনোনীত হয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মনির হোসেন (দৈনিক জবাবদিহি)১৯ ভোট,তানভীর আহম্মদ(দৈনিক নতুন চাঁদ)১৫ ভোট,প্রচার সম্পাদক পদে ফয়সাল মাহমুদ(দৈনিক আলোকিত সকাল) ২০ ভোট,ফয়েজ আহমদ (দৈনিক গণমুক্তি)১৪ ভোট,ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে নাজমুস সাকিব (দৈনিক জনতা) ২৪ ভোট,নিজাম উদ্দীন(দৈনিক সরেজমিন বার্তা)১০ ভোট,কার্য নির্বাহী সদস্য পদে ইসমত দ্দোহা (ক্রাইম প্রতিদিন) ১৯ ভোট,শাহাদাত হোসেন (দৈনিক আজ বার্তা) ৩০ ভোট,ও সাহাব উদ্দীন (দৈনিক রুপসী বাংলা) ১৭ ভোট পেয়েছেন। 

মোঃ নুর ইসলাম চন্দন(দৈনিক আলোকিত লক্ষ্মীপুর) ও ইব্রাহিম খলিল মঞ্জু(দৈনিক যায় যায় কাল)নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। 

৩৫ জন ভোটারের মধ্যে ৩৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি আগামী (২০২৫-২০২৬) অর্থ বছরের জন্য প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন। 

চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ আবদুল কাদের বাহার প্রধান নির্বাচন কমিশনার ও অ্যাডভোকেট সামছুল আলম সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য চলতি মাসের ৭ ই ডিসেম্বর তফসিল ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে ২৭ ডিসেম্বর ২০২৪ প্রথম দফায়। দ্বিতীয় দাপে ১৭ জানুয়ারি -২০২৫ গ্রহণ করা হয়। 

প্রশাসন ও স্হানীয় রাজনৈতিক নেতাদের পর্যবেক্ষণের মাধ্যমে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন কার্যক্রম শেষ হয় ফলাফল ঘোষণার মাধ্যমে। 
তবে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে কঠোর নজরদারিতে ছিলেন। 

উল্লেখ্য ২৭ডিসেম্বর ২০২৪ তারিখে সভাপতি,সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীগন সমান ভোট পাওয়ার কারণে উক্ত তিন পদে ১৭ জানুয়ারি পুনরায় ভোট গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *