লক্ষ্মীপুরে বাজার মনিটরিংয়ে মাঠে নেমেছে জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

নিজস্ব প্রতিনিধিঃ-পবিত্র মাহে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে লক্ষ্মীপুরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসনের টাস্কফোর্স টিম।

রোববার(২মার্চ)দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের কাঁচা বাজার,মাছ ও মাংসের বাজারসহ বিভিন্ন স্থানে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের নেতৃত্বে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

এ দিন চকবাজারে ছোলা এবং চিনির মূল্য অতিরিক্ত বেশি রাখায়,ক্রয় রশিদ প্রদর্শন করতে ব্যর্থ হাওয়ায় এবং মূল্য তালিকা না থাকায় ছয় প্রতিষ্ঠানকে পৃথক মামলায় আট হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেয়ান,পুলিশ সুপার মোঃআক্তার হোসেন,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)জামসেদ আলম রানা,সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুল মোন্নাফ, জেলা মার্কেটিং অফিসার মোঃনিয়াজ ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা ও লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল রহমানসহ অনেকে।

এ সময় কাঁচা বাজার, মাছ বাজার, গরু ও মুরগির মাংসের বাজার পরিদর্শন করে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন জেলা প্রশাসক। দোকানে মূল্য তালিকা সংরক্ষণ,পরিষ্কার পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি এবং বাজারের সার্বিক শৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি না করার লক্ষ্যে প্রশাসনের সর্বোচ্চ নজরদারি রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানান,রমজান মাসে কোনো ব্যবসায়ী যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কৃত্রিম সংকট তৈরি করতে না পারে,সে জন্য মনিটরিং করা হচ্ছে। প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্স টিম বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় দোকানে মূল্য তালিকা রাখতে ব্যবসায়ীদের সতর্কবার্তা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *