বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফায়েল আহম্মদ এর মৃত্যুতে সৌদি প্রবাসী বিএনপির দোয়া ও আলোচনা সভা।

নিজস্ব প্রতিনিধিঃ-লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফায়েল আহম্মদ এর মৃত্যুতে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি সৌদি আরব শাখার পক্ষ হতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে,মোল্লা হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উপদেষ্টা জনাব আলমগীর হোসেন।

আলোচনা সভায় আরো অংশগ্রহণ করেন ওমর ফারুক শামীম,হুমায়ূন রশিদ মোহন, শহীদ উদ্দিন, মোঃ আল হেলাল,মোঃ পলাশ।

বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন আলহাজ তোফায়েল আহম্মদ এর জোষ্ঠ ছেলে তোফাজ্জল হোসেন( সবুজ)ও প্রতিবেশী শামসুদ্দিন তুহিন।

আলোচনা সভায় প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি’র নেতাকর্মী ও লক্ষ্মীপুর জেলার সৌদি প্রবাসীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপস্থিত বক্তরা ওনার স্মৃতি চারণ করে বলেন,তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন, যুদ্ধ শেষে দেশের উন্নয়নে কাজ শুরু  করেন। এলাকার শিক্ষা সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে কাজ করেছেন নিরলসভাবে।
প্রতিষ্ঠা করেছেন স্কুল,পাঠাগার ও ধর্মীয় প্রতিষ্ঠান। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন স্থানীয় রাজনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠানের। উপস্থিত বক্তরা আশা ব্যক্ত করেন বীর মুক্তিযোদ্ধা র সন্তানরাও ওনার সামাজিক কার্যক্রমগুলো অব্যাহত রাখবে।

বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সে মোঃ তোফাজ্জল হোসেন (সবুজ)আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রবাসে দোয়া ও আলোচনা সভার আয়োজন করার জন্য।পাশাপাশি তিনি বলেন,আমার বাবা যেভাবে সমাজের প্রয়োজনে কাজ করেছেন আমরাও চেষ্টা করবো আপনাদের পাশে থাকার,সমাজের যে কোন প্রয়োজনে  সাধ্যমতো সহযোগিতা করার।

আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *