নিজস্ব প্রতিনিধিঃ- লক্ষ্মীপুরে এক সহজ সরল চাচার ১০ টি বিভিন্ন প্রজাতির ফলের বৃক্ষ কেটে দিলো নিজের জমিতে আশ্রয় দেয়া দুই ভাতিজা।
ঘটনাটি ৫ নভেম্বর মঙ্গলবার সদর উপজেলার ১৩ নং দিঘলী ইউনিয়নের ২নং ওয়ার্ড পূর্ব জামিরতলী গ্রামের বর্ধন বাড়ীতে। এ নিয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায় বাদী নূর আলম(৬০) পিতা মৃত তনু মিয়া ব্যবসা সূত্রে ঢাকায় থাকেন। তিনি তার খরিদকৃত ৯ শতাংশ জমিতে তার ভাই নুরনবী ও আঃ মালেক কে থাকতে দেন। সেই সুবাদে নূর নবীর ছেলে শাহজাহান ও আরেক ভাতিজা খোকন পিতা মৃত আঃ মালেক তার চাচার জমিতে বসবাস করে।
চাচা নূর আলম তার জমিতে ঘর করতে চাইলে এবং ভাতিজাদের অন্যত্র গিয়ে বাড়ি করতে বললে তারা চাচা নুর আলমকে অশালীন ভাষায় গালাগালি ও প্রাণে হত্যার হুমকি দেয়।
উপরন্তু চাচার ২ টি ফলবান নারিকেল গাছ ৪ টি ফলবান আমগাছ সুপারি গাছসহ ১০-১২ টি গাছ কেটে ফেলে।
এবিষয়ে ৫ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত অন্য বিবাদীরা হলো সুমন (২০) পিতা সোহাগ, সবুজ পিতা মৃত আবুল খায়ের।
চাচা নুর আলম জানান,এই ভাতিজাদের খাইয়ে পরিয়ে লালন পালন করেছি। নিজের জমিতে থাকতে দিয়েছি। এখন তারা আমার গাছগুলো কেটে নেয়,আমাকে প্রাণে হত্যার হুমকি দেয়।
আমি এ জুলুমের বিচার চাই।
অভিযুক্ত শাহজান জানায়, গাছ কাটার অভিযোগ সত্য। আমরা চাচার সাথে বসে মীমাংসা করবো।