লক্ষ্মীপুরে দিঘলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত।

নিউজ ডেক্সঃ-ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনকে সুসংগঠিত ও সচ্ছ নেতৃত্বে দলকে শক্তিশালী করার লক্ষ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৩নং দিঘলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ই জানুয়ারী বুধবার বিকালে দিঘলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক এম বেল্লাল হোসেন,যুগ্ম-আহবায়ক মোঃ ইউসুফ ভুঁইয়া,যুগ্ম-আহবায়ক সোহেল মাহমুদ,দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারওয়ার,সাধারণ সম্পাদক ওবায়দুল হক স্বপন মাষ্টার,সিনিয়র সহসভাপতি ফারক খান, বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর,ওহিদুর রহমান,ইউনিয়ন যুবদল সভাপতি আঃ খালেক মেম্বার,সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লা,ছাত্রদল সভাপতি মাহমুদুল হাসান মারুফ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিপন, সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম শাহেদ,সাধারণ সম্পাদক মোঃ সজিব,কৃষক দলের সভাপতি মোঃ নুরুন্নবীসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিনিধি সভায় উপস্থিত নেতারা বলেন,দীর্ঘ ১৬ বছর পর এ ধরণের উন্মুক্ত আলোচনা করার সুযোগ হয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের।

নেতা কর্মীদের ঐক্য ধরে রাখা, ত্যাগি ও রাজনৈতিক প্রভাবে ক্ষতিগ্রস্ত নেতা কর্মীদের নিয়েই যেন স্থানীয় পর্যায়ে সংগঠন পরিচালনা করা হয় সেই মন্তব্য উঠে আসে সভায়।

পাশাপাশি জনসাধরণ ও ভিন্ন মতের কোন মানুষকে যেন অযথা হয়রানি করা না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন বক্তরা।

পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুরের গণমানুষের নেতা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরীকে সদর আসন থেকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে মাঠ পর্যায়ে কাজ করার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *