নিজস্ব প্রতিনিধিঃ- লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ৭ নং বশিকপুর ইউনিয়নের মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ২০২৪ সালের ঘোষিত আলীম পরীক্ষায় তাক লাগানো ফলাফল অর্জন করেছে।
এবারে ৬৫ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে,তার মধ্যে ৭ জন এ+, এ ৩৬ জন, এ- ১২ জন, বি ৪ জন এবং ২ জন শিক্ষার্থী সি গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
অজয়পাড়া গাঁয়ে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা বশিকপুরসহ আশেপাশে ইউনিয়নের নারী শিক্ষায় ব্যাপক অবদান রাখছে।
মাদ্রাসার অধ্যক্ষ মাও এ বি এস এম কবির হোসেন জানান, অভিভাবকদের আন্তরিকতা শিক্ষকের আন্তরিক পাঠদান এবং শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের কারনে পরীক্ষার ফলাফল ভালো হয়। তাছাড়া বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের পড়ালেখার খোঁজ খবর নেয়ার ফলে ভালো সাফল্য অর্জিত হয়।এছাড়াও শিক্ষার্থীদের বিয়ে হওয়ার পরেও পড়ালেখা চালিয়ে নিতে অভিভাবকদের বুঝানো হয়।