লক্ষ্মীপুরে কাজী ইকাবালের স্মরণ সভা অনুষ্ঠিত।

এম এ হোসাইন লক্ষ্মীপুরঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এডঃ কাজী ইকাবালের ২১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ ফেব্রুয়ারী শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ১২ নং চরশাহী ইউনিয়নে মরহুম এডভোকেট কাজী ইকাবালের বাড়ীর মাঠে কাজী ইকবাল হোসেন ফাউন্ডেশনের আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
মরহুম কাজী ইকবাল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম আকবর শাহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি লক্ষ্মীপুর ৩ আসনের সংসদ সদস্য মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু এমপি, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য এড নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, লক্ষ্মীপুর সদর উপজেলার চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন টিপু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনিরবাহী সদস্য এড.শওকত হায়াত, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ আহম্মেদ পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের নেতা এড.মান্না, ১২ নং চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু,চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি শেখ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাঈনুল হোসেন সুমন, কাজী ইকবাল হোসেন ফাউন্ডেশনের সদস্য সচিব কাজী এমাদ উদ্দিন সুমনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিংকুর সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু এমপি বলেন, মরহুম কাজী ইকাবাল ছিলেন লক্ষ্মীপুরের একজন কৃতি সন্তান। তার মৃত্যুতে লক্ষ্মীপুরবাসী একজন রত্নকে হারালো।
প্রধান বক্তা এড নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, কাজী ইকাবালের মত নেতা লক্ষ্মীপুরবাসীর সম্পদ ছিলেন। তিনি বেঁচে থাকলে লক্ষ্মীপুরের ব্যাপক উন্নয়ন হতো।কাজী ইকবালের স্বপ্নপূরনে সবাইকে কাজ করতে হবে।
স্মরণ সভায় মাওলানা সাইফুল ইসলামের পরিচালনায় মিলাদ ও দোয়ার মধ্যদিয়ে স্মরণ সভার সমাপ্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *