কমলনগরে জেগে উঠা নতুন চরকে নিয়ে স্বপ্ন বুনেছেন ভিটেমাটি হারা ভূমিহীন মানুষ।

দৈনিক লক্ষ্মীপুর সংবাদ।মোঃ নুর হোসেন,কমলনগর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর কমলনগরে জেগে উঠা নতুন চরকে নিয়ে স্বপ্ন বুনেছেন ভিটেমাটি হারা চর কালকিনির ভূমিহীন মানুষজন।
কমলনগরে বিভিন্ন ইউনিয়নে নদী ভাঙ্গার পর জেগে উঠা নতুন চর  ”কালকিনির” ভূমিহীন মালিকদের নিয়ে (চর কাকড়া চর নববী ভূমিহীন সমবায় সমিতি লিঃ নামে সমবায় সমিতি গঠিত হয়েছে। যাঁর রেজিঃ নং– (রেজিঃ-৪৭৭)এর আওতায়।
উক্ত সমিতির পরিচালনার দায়িত্বে রয়েছেন  নুরুল হুদা মাসুম ও স্থানীয় কালকিনির ইউ পি সদস্য মোঃ বেলাল মেম্বার।
উক্ত নতুন চর জেগে উঠার ভূমিতে ভূমিহীনদের মধ্যে  প্রায় ৩ থেকে ৪ শত লোকের উপস্থিতিতে ১টি ঘর ও সমিতির দুইটি সাইনবোর্ড ও ৪ টি লাল পতাকা লাগিয়ে দেওয়া হয়। পরে ঐ জমিতে বরো ধানের চাষাবাদ করা হয়। এসময়ে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এসময় ভূমিহীনদের পক্ষে স্থানীয় ইউ পি সদস্য মোঃ বেলাল মেম্বার জানান,নতুন এই চর আমাদের পূর্ব পুষদের সম্পত্তি। নদী ভাঙ্গা কারনেই আমরা ভূমিহীন হয়েছি। বর্তমানে নতুন কালকিনির চর জেগে উঠায় আমরা এখানে চাষাবাদ বরো ধানের চাষাবাদ শুরু করতেছি।এতে করে ভুমিহীন ও জমির মালিকরা খুশিতে আত্মহারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *