নিউজ ডেক্সঃ দৈনিক লক্ষ্মীপুর সংবাদ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর সোমবার লক্ষ্মীপুর ঐতিহ্য কনভেনশন সেন্টারে পৌর আওয়ামী লীগের আয়োজনে পৌরসভার কাউন্সিলর ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে এই জরুরী সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ আহম্মেদ পাটোয়ারীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি এম ছাবের আহমেদ, শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের নেতা মুনসুর আহমেদ। মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফরিদা ইয়াসমিন লিকাসহ পৌর কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক গন। এসময় তৃণমূলের নেতা-কর্মীরা তাদের বিভিন্ন দলীয় সমস্যার কথাসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথি লক্ষ্মীপুর ৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু বলেন, আমি কখনো নেতা কর্মীদের সাথে বেঈমানি করি নাই। আমি আপনাদের সাথে আছি। মনোনয়ন না পেলে ও আপনাদের সাথে থাকবো। আপনাদের কে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজ করব। আপনারা শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক সাফল্যের কথা জনগণের মাঝে তুলে ধরে নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্য আহবান জানান।