নিউজ ডেক্সঃ দৈনিক লক্ষ্মীপুর সংবাদ। লক্ষ্মীপুর জকসিন বাজার বণিক সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১২ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় জকসিন পশ্চিম বাজার কাঁচা বাজার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
জকসিন বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল আজিম শাকিল সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ভুইয়া
সঞ্চালনায়, অনুষ্ঠিত সাধারণ সভায় আলোচনা করেন জকসিন বাজার বণিক সমিতির সহসভাপতি মোঃ শাহেদ শরীফ। সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মুকিত। কোষাধ্যক্ষ আব্দুল মাবুদ শিমুল।
আরও আলোচনা করেন জকসিন বাজার ব্যাবসায়ী ও বনিক সমিতির সদস্য মোঃ আনোয়ার হোসেন, ও মোঃ মুরাদ হোসেন।
এসময়ে বাজার ব্যাবস্থাপনা কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব অহিদ উদ্দিন পাটওয়ারী, আলীমুর রাজী রাজু পাটওয়ারী, শাহাদাত হোসেন পাটোয়ারী, আলহাজ্ব মহব্বতের রশিদ পাটোয়ারী, উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
২০২১ সালে ডিসেম্বর মাসে গঠিত হয় জকসিন বাজার বনিক সমিতি, আলোচনায় সমিতির বিভিন্ন আয় ব্যায়ের হিসাব তুলে দরেন এবং সকলে মিলে এক সাথে কাজ করলে একদিন এর ভালো সুফল আসবে বলে মনে করেন আলোচকরা।
পরিশেষে কেক কাটার মধ্য দিয়ে জকসিন বাজার বনিক সমিতির প্রথম বার্ষিক সভা শেষ করা হয়।