নিজস্ব প্রতিনিধিঃ-লক্ষ্মীপুরে প্রতিটা রাজনৈতিক গুম,খুন ও মৃত্যুর সঙ্গে বিগত সরকার প্রধান হাসিনার ম্যাকানিজম ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
বুধবার (২২ জানুয়ারি)বিকাল ৩টায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে গুম-খুন হওয়া নেতা-কর্মীদের স্মরণে বিএনপি আয়োজিত শোক সভায় এসব মন্তব্য করেন তিনি।
গুম ও খুন হওয়া প্রতিটা পরিবারের প্রতি আহবান করে এ্যানী বলেন,প্রতিটি গুম খুনের জন্য মামলা করতে হবে, এদের আইনের আওতায় আনতে হবে। গুম খুনের প্রতিটি মামলায় হুকুমের আসামী থাকবে হাসিনা।
শেখ হাসিনার নির্দেশেই লক্ষ্মীপুরে এই সন্ত্রাস করেছে, গুম,খুন করেছে রাজনৈতিক ভাবে।কোন স্বাভাবিক মৃত্যু লক্ষ্মীপুরে ছিল না।এই চন্দ্রগঞ্জে,এই অঞ্চলে যারা সন্ত্রাস করেছে,যাদের অত্যাচার করেছে,নির্যাতন করেছে। এতে যাদের সম্পৃক্ততা ছিল প্রত্যেকের নামে মামলায় দিতে হবে।”শোকাহত পরিবারের সদস্যদের উদ্দেশ্য তিনি বলেন আমরা আপনাদের পাশে আছি,ভয়ের কোন কারণ নাই।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আলী করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি’র যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ ও চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু’র যৌথ-সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,লক্ষ্মীপুর জেলা বিএনপ ‘র সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু,জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাসিব,চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক এম. বেল্লাল হোসেন,থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক ইউসুফ ভূইয়া, এড.সোহেল মাহমুদ,জেলা যুবদলের সদস্য এনায়েত উল্যা,স্থানীয় ডা. সহিদ উল্যা স্বপন, বিএনপি নেতা নূরে আরেফিন আবির,সাবেক ছাত্র নেতা মির্জা তারেক সহ গুম -খুন হওয়া নেতা কর্মীর পরিবারবর্গ,স্থানীয় ও পার্শ্ববর্তী ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী ।
অনুষ্ঠানে প্রয়াত নেতাদের পরিবারের সদস্যরা অতীতের স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত হয়ে যান। সবাই প্রতিটি গুম খুনের বিচার কামনা করেন।
পরবর্তীতে এ্যানী গুম খুন হওয়া নেতা কর্মীদের নাম পড়ে শুনান এবং তাদের অতীতের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন।