লক্ষ্মীপুর রামগঞ্জে ডি এণ্ড এইচ যুব ক্রিড়া সংঘ ও ব্লাড ডোনেশন সেচ্ছাসেবী সংগঠন বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রিক বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়ন এবং ০৯ ভোলাকোট ইউনিয়নের দুধরাজপুর এবং হিরাপুর দুই গ্রামের নামের প্রথম দুই অক্ষরে(ডি এন্ড এইচ) নামে ২০১১ সালে গড়ে উঠা দুই গ্রামের প্রানপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ডি.এন্ড.এইচ ব্লাড ডোনেশন ক্লাব ও ডি.এন্ড.এইচ যুব ক্রীড়া সংঘ এর পক্ষ থেকে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অর্থিক সহযোগিতায়(ডি এন্ড এইচ) ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা:মো:খোরশেদ আলম (মিল্লাত) এর নেতৃত্বে ক্লাবের সিনিয়র জুনিয়র সদস্যদেরকে নিয়ে বন্যাকবলিত মানুষদের মাঝে ধাপে ধাপে ৩৫০ টি পরিবারের মধ্যে ত্রান সামগ্রী, ওষুধ ও নগদ অর্থ বিতরন সম্পুর্ন করা হয়েছে।
ক্লাবের পক্ষ থেকে(ডি এন্ড এইচ) দুই গ্রামের মানুষদের জন্য ফ্রি ডাইবেটিস চেকআপ, ফ্রি ব্লাড ফ্রেসার চেকআপ, ফ্রি ব্লাড গ্রুপিং এবং বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সহ প্রয়োজনীয় মেডিসিন বিতরণ কর্মসূচি অব্যাহত আছে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *