লক্ষ্মীপুর কমলনগর ও রামগতি দুটি মামলার ঘটনাস্থল পরিদর্শন করেনঃ পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।

নিউজ ডেক্সঃ দৈনিক লক্ষ্মীপুর সংবাদ। লক্ষ্মীপুর কমলনগর ও রামগতি দুটি মামলার ঘটনাস্থল পরিদর্শন করেনঃ পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।
২৪শে ডিসেম্বর দুপুরে কমলনগর উপজেলা হাজির হাটে আওয়ামী লীগের অফিস পরে রামগতি আওয়ামী লীগের অফিস ভাংচুরের ঘটনা পরিদর্শন করেন।
গত ১৩ই ডিসেম্বর রাতে বি এন পি কর্মিরা কমলনগর হাজির হাটের আওয়ামী লীগের অফিসে অতর্কিত ভাবে হামলা করে অফিস  ভাংচুর করে। অফিসের ভেতর চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভেঙ্গে গুড়িয়ে দিয়ে পালিয়ে যায়।
কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রাজু বাদী হয়ে বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে কমলনগর থানায় মামলা দায়ের করে।
এর আগে গত ১২ ডিসেম্বর রাতে রামগতি থানা আওয়ামী লীগের অফিসে বিএনপি সন্ত্রাসীরা হামলা করে অফিস ভাংচুর করে।এসময় শ্রমিক লীগের নেতা গুরুতর ভাবে আহত হয়। রামগতি শ্রমিক লীগ নেতা বাদী হয়ে ১৮৬ জনকে আসামী করে রামগতি থানায় মামলা দায়ের করে।
লক্ষ্মীপুর পুলিশ সুপার এদুটো ঘটনাস্থল পরিদর্শনের সময় কমলনগর থানা অফিসার ইনচার্জ ও রামগতি থানার অফিসার ইনচার্জ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, দুটো ঘটনার মামলা করা হয়েছে। আসামীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *