বানোয়াট রিপোর্ট ও ভিডিও অপপ্রচারে প্রতিবাদ জানিয়েছেন চেয়ারম্যান সালাহ্ উদ্দিন চৌঃ জাভেদ।

নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক লক্ষ্মীপুর সংবাদ।লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১৩ নং দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ্ উদ্দিন চৌধুরী জাবেদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করে প্রতিবাদ জানিয়েছেন তিনি।
বিভিন্ন ছদ্মনাম ব্যবহৃত ফেসবুক আইডি থেকে বানোয়াট রিপোর্ট,ভিডিও অপপ্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী জাভেদ।
জানা যায়, দিঘলী ইউনিয়নের রমাপুর গ্রামের মৃত আঃ আজিজের ছেলে নুরুল ইসলাম ১৯৬২ সালে ৫৪০৪নং ছাপ কবলা দলিলমূলে ৭০ শতাংশ জমিন আমিরুদ্দীন মিয়াজীর মেয়ে জমিলা খাতুন থেকে খরিদ করেন।
উত্ত জমিনের সকল রেকর্ড ও খাজনা পরিশোধ করে তিনি ভোগ দখল করে আসছিলেন।
নুরুল ইসলামের লোকান্তরে তার ছেলে মোশাররফসহ তার অন্যন্য ওয়ারিশগন
ভোগ দখল করেন।
মোশারফ ঢাকায় ব্যবসা বাণিজ্যর করার  কারনে এলাকার বর্গাচাষীরা এই জমিনে কৃষি কাজ করে আসছেন।
হঠাৎ করে মোশারফরা বাড়িতে না থাকার সুযোগে ভূইয়া বাড়ির আনোয়ার উল্যার ও এবায়দুল্যার ওয়ারিশরা জবর দখল করে রাখে।
বিগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারওয়ার সাহেব, ইসমাইল সাহেব এবং শেখ মুজিব সাহেব ও বিজ্ঞ আদালত সকল কাগজপত্র পর্যালোচনা করে নুরুল ইসলামের ওয়ারিশদের পক্ষে রায় দেন।
প্রতিপক্ষদের তাদের কাগজপত্র উপস্থাপন করার জন্য বারবার তারিখ দিলেও তারা হাজির হননি।
আমীরউদ্দিন মিয়াজীর  লোকান্তরে মোহম্মদ উল্যা, হামিদ উল্যা, এবাদ উল্যা, আনার উল্যা ও ২ মেয়ে ছবিদা খাতুন ও জামিলা খাতুন ওয়ারিশ মূলে মালিক হন।
গত ১৮ মার্চ নুরুল ইসলামের ছেলে মোশাররফ উক্ত ভূমিতে আড়া নির্মাণ করতে গেলে প্রতিপক্ষের মহিলাবাহীনিরা দেশী অস্রসস্রে সজ্জিত হয়ে ও মরিচের গুড়ার পানি নিয়ে শ্রমিকদের উপর হামলা করে।
এসময় তারা পুলিশের সহায়তা চেয়ে ৯৯৯ কল করলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
গ্রাম পুলিশদের উপর হামলার শিকার হলে চেয়ারম্যান সালাহ্ উদ্দিন চৌধুরী জাবেদ ঘটনাস্থলে যায়।
এ বিষয়টিকে ভিন্ন ভাবে ভিডিও ফুটেজ ধারণ করে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার চালায় একটি স্বার্থান্বেষী মহল।
দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী জাবেদ সাংবাদিকদের  জানান তার মান সম্মান খুন্ন করার জন্য একটি মহল দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের ছদ্মনামে  ব্যবহৃত ফেসবুক আইডি থেকে অপপ্রচার করে আসছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা মামলা করবেন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *