লক্ষ্মীপুরে ডিসির উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে “স্বপ্নযাত্রা” নামে এম্বুলেন্স সার্ভিস চালু।

প্রকাশক ও সম্পাদকঃ এম এ হোসাইন। 
লক্ষ্মীপুরে জেলা প্রশাসক এর উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে “স্বপ্নযাত্রা” নামে এম্বুলেন্স সার্ভিস চালু করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ। নির্দিষ্ট নীতিমালা ও সফটওয়্যার ভিত্তিক ব্যাতিক্রমী এই নাগরিক সেবার রুপকার লক্ষ্মীপুর জেলা প্রশাসক।
গত সোমবার ১৪ই ফেব্রুয়ারী দুপুরে আনুষ্ঠানিক ভাবে উপজেলার ভবানীগণ্জ,শাকচর, মান্দারী,ও বশিকপুর ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে ৪টি এম্বুলেন্স হস্তান্তর করা হয়। প্রথমিক ভাবে মোট ৬ টি এম্বুলেন্স দিয়ে ২১টি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন আকন্দের সভাপতিত্বে এম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ০২ আসনের সাংসদ সদস্য এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন। এতে বিষেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সিভিল সার্জন ডঃ আহম্মদ কবির। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নুর এ আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু।
এছাড়াও সদর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের উপস্থিতি লক্ষ্ম্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *