লক্ষ্মীপুরে কুশাখালী কৃষক, শ্রমিক, জনতা বেঁধেছে জোট, নৌকায় আবার দিবে ভোট।

নিউজ ডেক্সঃ দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।  তারেই ধারাবাহিকতায় আগামী ২৬শে ডিসেম্বর লক্ষীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
তারেই আলোকে লক্ষীপুর ১৮নং কুশাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত পার্থী সহ ৯জন চেয়ারম্যান পার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত  নৌকা প্রতীকে চেয়ারম্যান পার্থী কুশাখালীর দুই দুই বারের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল আমিন। তিনি মিশে আছেন কুশাখালী কৃষক শ্রমিক জনতার মাঝে।
গত ১২ই ডিসেম্বর কুশাখালীর শান্তির হাট এলাকায় চেয়ারম্যান নুরুল আমিনের নৌকা মার্কার সমার্থনে কৃষক শ্রমিক জনতার উদ্বোগে এক বিশাল নৌকার মিছিল বের করে। হাজারো জনতার মিছল শান্তির হাট ঘুরে ইউনিয়ন পরিষদ মাঠে এসে পথ সভায় যোগ হয়।
পথ সভায় ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। তারা বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রী গ্রাম বাংলার উন্নয়নের রুপকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ব্যক্তিকে নয় নৌকা কে বিজয় করতে একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ আগামী ২৬ তারিখে  কুশাখালী কৃষক শ্রমিক জনতা ভোটের মাধ্যমে নৌকা কে বিজয় করবে।
নৌকা প্রতীকের পার্থী চেয়ারম্যান নুরুল আমিন বলেন, গত দুই বারে আপনাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি দ্বায়িত্ব পালন কালে করো মনে কষ্ট দিয়ে থকলে আমাকে ক্ষমা করবেন।
আবারও আমাকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠাইয়াছেন। এই নৌকা আপনাদের, এই নৌকা বঙ্গবন্ধুর, এই নৌকা মাওলানা ভাসানীর, এই নৌকা শহীদ সোহরাওয়ার্দীর, এই নৌকা শেখ হাসিনার, এই নৌকা উন্নয়নের, এই নৌকা কৃষক শ্রমিক জনতার, গরীব দুঃখী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৬ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকা কে বিজয়ী করার প্রত্যাশা ব্যক্তকরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *