লক্ষ্মীপুর প্রতিনিধিঃ – লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হলেন বিশিষ্ট ব্যবসায়ী এইচ আল রশিদ পাটওয়ারী টিটু।
লক্ষ্মীপুর দালাল বাজারে অবস্থিত নবীন কিশোর(এন কে)উচ্চ বিদ্যালয়।
সোমবার ১৩ জানুয়ারি কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এইচ আল রশিদ পাটওয়ারী টিটুকে সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়।
লক্ষ্মীপুর নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ে
গভর্নিং বোর্ডের সভাপতি টিটু বলেন,ছোটবেলা থেকে আমি শিক্ষার্থীদের সমস্যা, সম্ভাবনা,ভবিষ্যৎ নিয়ে সচেষ্ট ছিলাম। আশা রাখি আমাদের শ্রদ্ধেয় নেতা আবুল খায়ের ভূঁইয়া পরামর্শে ও এ স্কুলের সকলের সহযোগিতায় এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে আরো ভালো একটি অবস্থায় নিয়ে যাওয়ার প্রত্যাশা করি।