নিউজ ডেক্সঃ- লক্ষ্মীপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডে আলমগীর কমিশনারের বাড়ির সম্মুখে মোহাম্মদীয়া জামে মসজিদের মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর ১১ নং ওয়ার্ডের সাবেক কসউন্সিলর ও বিএনপি নেতা আলমগীর হোসেনের উদ্যোগে ১৩ই জানুয়ারী সোমবার অনুষ্ঠিত মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মৌচাক বায়তুন নাজাত জামে মসজিদের খতিব হযরত মওলানা মুফতি আবুল কালাম আইয়ুবী সাহেব, বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর চক বাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা তারেক বিন আবদুল কুদ্দুস,বশিকপুর ডিএসইউ কামিল মাদ্রাসার শিক্ষক হযরত মওলানা ফখরুল ইসলাম সাহেব,মাওলানা শাহাদাত হোসাইন সাহেবসহ আলেম সমাজগণ।
মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত হয়ে ওয়ায়েজীনদের থেকে হেদায়েত ও ইমানী প্রাণশক্তি পুনরুজ্জীবিত করার অমীয় বাণী শুনেন।
মাহফিলে কাউন্সিলর আলমগীর বলেন,ওয়াজ মাহফিল আলেম ওলামাদের অনুষ্ঠান,এখান আলেম ওলামাগন থাকবেন।
কিন্তু আজকাল মাহফিলের নামে রাজনৈতিক নেতারা মঞ্চে উঠে মাহফিলের সৌন্দর্য নষ্ট করে ফেলে। ধর্মীয় এসব আচার অনুষ্ঠান রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে।