লক্ষ্মীপুরে হাজিরপাড়ায় ইনসাফ মেডিকেল সেন্টারের উদ্বোধন।

নিজস্ব প্রতিনিধিঃ-“সেবাই লক্ষ্য”এই স্লোগান নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া বাজারে উদ্বোধন হলো ইনসাফ মেডিকেল সেন্টার।

শনিবার (৩০ নভেম্বর)বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই মেডিকেল সেন্টার, তবে দিন ব্যাপি চলে ফ্রী চিকিৎসা সেবার কার্যক্রম। স্থানীয় পর্যায়ে শতাধিক রোগী মেডিকেল থেকে ফ্রী চিকিৎসা সেবা,পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ সংগ্রহ করেন।
ইনসাফ মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার এলাহীর সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান এ্যাড.গাজী মাজেদুর রহমান শফিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রাইভেট হসপিটাল,ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন,লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ আব্বাস হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রাইভেট হসপিটাল,ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন, লক্ষ্মীপুর জেলার সভাপতি মোঃ মেহেরুল হাসান রাজু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: গোলাম কিবরিয়া হারুন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (অব.),ডাঃ হরিপদ মজুমদার টুটুল উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ডাঃ শেখ মজিবুর রহমান উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, মাওলানা নুর মোহাম্মদ রাসেল- আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দ্রগঞ্জ থানা, আবদুল হাই- সভাপতি ১১ নং হাজিরপাড়া ইউনিয়ন বিএনপি, মাওলানা আব্দুর রহিম – আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নং হাজিরপাড়া ইউনিয়ন, মাসুদ উদ্দিন তুহিন চৌধুরী সদস্য সচিব ১১ নং হাজিরপাড়া ইউনিয়ন বিএনপি,
মো: আবদুর রহমান, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নং হাজিরপাড়া ইউনিয়ন।

আলোচনা সভায় বক্তারা ইনসাফ মেডিকেল সেন্টারের সাফল্য কামনা করেন, পাশাপাশি স্হানীয় জনসাধারণ যেন সুলভ মূল্যে সঠিক সেবা পায় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান । শুধু মুনাফার আশা করলে হবেনা জনসাধারণের মাঝে সঠিক চিকিৎসা সেবা দিয়ে আস্থা অর্জন করতে হবে।

প্রধান অতিথি মেহেরুল হাসান রাজু বলেন, ইনসাফ মেডিকেল সেন্টারের মাধ্যমে হাজিরপাড়া এলাকার জনসাধারণ সুলভ মূল্যে চিকিৎসা সেবা নিতে পারবে বলে আমি আশা করি। লক্ষ্মীপুর জেলায় প্রায় ২০০ শতাধিক বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান আছে, এখানে বিভিন্ন টেস্ট করার মূল্য নির্ধারণ করা আছে। নির্ধারিত মূল্য দিয়েই আপনারা টেস্ট করাতে পারবেন, পাশাপাশি আমাদের তদারকি টিম আছে জেলায়, কোন অনিয়ম পরিলক্ষিত হলে আমাদের জানাবেন। তিনি আরও বলেন ইনসাফ মেডিকেল সেন্টারে উন্নত মানের মেশিনারি ও দক্ষ টেকনিক্যাল জনবল আছে, আমরা আশা করি অএ এলাকার জনসাধারণ যে কোন ধরনের টেস্ট এখন হাজিরপাড়া বাজারেই করাতে পারবেন  কষ্ট করে লক্ষ্মীপুর কিংবা মাইজদী যেতে হবেনা।

অত্র প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান এ্যাড, গাজী মাজেদুর রহমান শফিক বলেন, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমাদের যে সকল আদেশ উপদেশ দিয়েছেন আমরা সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে স্থানীয় জনসাধারণকে চিকিৎসা সেবা দিয়ে যাবো। সর্বোচ্চ সঠিক রিপোর্ট প্রদানসহ অভিজ্ঞ চিকিৎসক সমাবেশ থাকবে নিয়মিত আমাদের মেডিকেল সেন্টার এ।

সমাপনী বক্তৃতায় অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার এলাহী বলেন, আমাদের আহবানে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন যার জন্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের প্রতিষ্ঠানের নাম যেমন “ইনসাফ ” ঠিক সর্বোচ্চ ইনসাফের সাথে আমরা চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাবো। মুনাফা অর্জন জরা  আমাদের মূল উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে চিকিৎসা সেবাটাকে সামাজসেবা হিসেবে নিয়েই স্থানীয় জনসাধারণের পাশে থাকা। আমরা স্থানীয় সকল পেশা শ্রেণির মানুষের সহযোগিতা ও পরামর্শ কামনা করি।

মান্দারী বাজার বড় জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান এর  দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় উদ্বোধনের কার্যক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *