১৮নং কুশাখালি ইউনিয়নে চেয়ারম্যান নুরুল আমিনের উর্দ্যেগে ভিবিন্ন মসেজিদে মাস্ক ও হ্যান্ড স্যানেটারিজ বিতরন
দৈনিক লক্ষীপুর সংবাদঃ সম্পাদক এম এ হোসাইন।
দেশে মহামারী করোনা ভাইরাস কোভিট-১৯ সংক্রমন বৃদ্ধি পাওয়ায় লক্ষ্মীপুরে সদর উপজেলার ১৮ নং কুশাখালি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন নিজ উর্দ্যেগে প্রত্যেক মসজিদে মসজিদে জনসচেতনতা বৃদ্ধি, সুরক্ষিত করণ মাস্ক ও হ্যান্ড স্যানেটারিজ বিতরণ করেন।
গত ২৫ জুলাই ( রবিবার ) চেয়ারম্যানের নিজ অর্থায়নে ১৮ নং কুশাখালী ইউনিয়নের প্রায় ১২ টি মসজিদের পরিচালোনা কমিটির হাতে মাস্ক ও হ্যান্ডওয়াশ তুলে দেন ।
এই সময় তিনি বলেন, এখনও পর্যন্ত যেসকল মসজিদে মাস্ক ও হ্যান্ডওয়াশ সামগ্রী পায়নি তারা আমার সাথে যোগাযোগ করবেন । তিনি আরো বলেন, আমরা জনপ্রতিনিধিরা যদি এলাকা ভিত্তিক একটু সচেতন হই, সহায়তা নিয়ে অসহায়দের পাশে দাাঁড়াই তাহলে জনগন আরেকটু সচেতন ও সাবলম্বি হতো । আমি চেষ্টা করছি করোনা মহামারির সময় এলাকার মানুষের পাশে থেকে তাদের সহায়তা করতে। ইনশাল্লাহ আমার এই সহায়তার ধারা অব্যাহত থাকবে।
মসজিদ পরিচালনা কমিটিগন চেয়ারম্যানের এ-ই উদ্বেগে কে স্বাগতম জানান। তারা দৈনিক লক্ষীপুর সংবাদকে বলেন এ-ই ভাবে দ্বায়িত্ব পাপ্তরা ও সমাজের বিত্ত্ববানরা এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ালে বর্তমান দেশের পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।