নিউজ ডেক্সঃ দৈনিক লক্ষ্মীপুর সংবাদ।দেশে কৃষি ফসলি জমির ক্ষতি ও পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ হলো অবৈধভাবে ড্রেজার মেশিনের বালু উত্তোলন। আর তা রি আলোকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নে বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধের ঝটিকা অভিযান করেছেন চেয়ারম্যান জাহেদুল ইসলাম মির্জা।
মঙ্গলবার (৯ আগষ্ট) সকাল ১১টায় ইউনিয়নের ৪টি পৃথক স্থানে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলন বন্ধ করেন।বালু উত্তোলন কারীকে মৌখিকভাবে সর্তকবাণী প্রদান করা হয়েছে।
উক্ত অভিযানে আনন্দীপুর গ্রামের হাজী বাড়ির শামছুল হকের ছেলে আবু সুফিয়ান, উত্তর বদরপুর গ্রামের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার কামরুল এবং আজিমপুরের মাহবুব পলাশের ড্রেজার মেশিন বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরার দিকনির্দেশনা ও সহকারি কমিশনার (ভূমি) মনিরা খাতুন এর তত্ত্বাবধানে করপাড়া ইউপি চেয়ারম্যান জাহেদুল মির্জার নেতৃত্বে ইউনিয়নের দফাদার ও চৌকিদারদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চেয়ারম্যান জাহেদুল ইসলাম মির্জা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের ফলে ফসলি জমি ব্যাপক হারে নষ্ট হচ্ছে। উৎপাদন প্রক্রিয়াও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক করপাড়া ইউনিয়নের সর্বত্র এ ধরনের পরিবেশ ক্ষতিকর অবৈধ কর্মকাণ্ড বন্ধে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে করপাড়া ইউনিয়নে ভবিষ্যতে এধরনের অবৈধ কাজে কারও সম্পৃক্ততার খবর পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে বলেও দৃঢ়তার সাথে অভিমত ব্যক্ত করেছেন।