লক্ষীপুরে একলক্ষ বত্রিশ কেভি উচ্চ ক্ষমতা সম্পন্ন ন্যাশনাল গ্রেড স্থাপনের প্রাথমিক কাজ উদ্বোধন।

লক্ষীপুরে একলক্ষ বত্রিশ কেভি উচ্চ ক্ষমতা সম্পন্ন ন্যাশনাল গ্রেড স্থাপনের প্রাথমিক কাজ উদ্বোধন।

দৈনিক লক্ষীপুর সংবাদ এম এ হোসাইন সম্পাদক
দৈনিক লক্ষীপুর সংবাদ

লক্ষীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নে বাংলাদেশ বিন্দ্যুৎ জ্বলানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অধিনে বিদ্যুৎ বিভাগের আওতায় পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এক লক্ষ বত্রিশ হাজার কেভি উচ্চ ক্ষমতা সম্পন্ন ন্যাশনাল গ্রীড স্হাপনের প্রাথমিক মাটি ভরটের কাজ উদ্বোধন করা হয়।

গত বৃহস্পতিবার (২২-০৭-২০২১)ইং তারিখে সকাল ১১.০০ঘটিকার সময় সুনামধন্য ঠিকাদার মিথিলা ইন্জিনিয়ারিং অধিনে প্রাথমিক মাটি ভরাটের কাজটি উদ্বোধন করেন মান্দারী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মিজানুর রহিম, চন্দ্রগণ্জ থানার অফিসার ইনচার্জ একে ফজুলুল হক , বাংগাখাঁ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন কাজল,শাকচর ইউনিয়নের চেয়ারম্যান টিপু চৌধু, চন্দ্রগণ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমে।

আরো উপস্থিত ছিলেন লক্ষীপুর যুবলীগ নেতা মিজান পাটোয়ারী, লক্ষীপুর কৃষকলীগ নেতা মিজান ভুঁইয়া, স্হানীয় আওয়ামীলীগ নেতা আবদুর রহমান সহ অনেকেই।

উপস্থিত সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান কে ধন্যবাদ জানান।তাঁরা আশা করেন এই কাজ সম্পুর্ণ হলে লক্ষ্মীপুর জেলা বিদ্যুৎ সমস্যার সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *