উচ্চ শিক্ষিত ও তারুণ্যেদীপ্ত জনপ্রিয় সেরা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সাইফুল হাসান রনী।

 

ছাত্র জীবন থেকে অত্যন্ত মেধাবী, স্বচ্ছল পরিবারের সন্তান ক্যারিয়ারিস্ট হয়ে একটা সফল জীবন গড়ে তোলা কোন ব্যাপার ছিলনা।
টগবগে তরুণ তুর্কী জীবন গড়ার প্রচলিত পথে পা বাড়ালে না।
বেঁচে নিলেন সমাজ সেবা ও জনসেবার মতো কষ্ট কর পথ।
নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ বোধ না করে ছুটতে লাগলো গ্রামের অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে।
বাবার আদর্শ কে বুকে ধারন করে এগিয়ে চললেন সেই পথে।
বাম রাজনীতির ধারক বাহক,শোষন মুক্ত সমাজের সংগ্রামী নেতা এবং পরবর্তী কালে জেলা আওয়ামী লীগের অন্যতম প্রভাব শালী নেতা।
মোসলেহ উদ্দীন নিজামের যোগ্য উত্তরসুরী ও সু সন্তান।পিতার মতো নিঃস্বার্থ জনসেবার আদর্শ কে পাথেয় করে এ বয়সেই জনসেবার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে তুলে নেন। তিনি হলেন ১৭ নং ভবানীগন্জ ইউনিয়ন পরিষদ এর সফল চেয়ারম্যান ডায়নামিক ও তারুণ্যের প্রতীক সাইফুল হাসান রনী।
চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করার পাশাপাশি অপরাধ দমন করা, বাল্য বিবাহ বন্ধ করা, এলাকার চুরি ডাকাতি বন্ধ করা সহ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেন।
জনসংখ্যা ও আয়তনের দিক থেকে ভবানীগন্জ ইউনিয়ন একটি বৃহত্তর ইউনিয়ন পরিষদ।
ইউনিয়ন পরিষদ এর জনগণের সেবার মান অতীতের তুলনা খুবই স্বচ্ছ। এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রতিটি মিটিং এ আলোচনা সভা ডাকা হয়।কোন এলাকায় সমস্যা দেখা দেওয়ার সাথে সাথে তা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
তিনি  আর ও জানান, প্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভুমি এই ভবানীগন্জ ইউনিয়ন পরিষদ।
ভবানীগন্জ ইউনিয়ন লক্ষীপুর জেলার মুল শহরের সকল শাকসবজীর চাহিদা মেটায়।শীতকালীন শাকসবজি চাষের জন্য ভবানীগন্জ ইউনিয়ন প্রসিদ্ধ। ফুলকপি, বাঁধাকফি,বেগুন,টমেটো, গাজর,কলা,সিম,লাউ,আলু,ধনেপাতা লালশাক, পালংশাক, সহ শীতকালীন সকল শাকসবজির ব্যপক চাষ হয়।
নিজ ইউনিয়ন এর সমস্যার কথা তুলে ধরেন, যেমন জলাবদ্ধতা, অপরিকল্পিত বাড়ি ঘর নির্মাণ এর কারনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এলাকার মানুষ এ জলাবদ্ধতার কারনে অনেক ভোগান্তী পোয়াচ্চে, এবং ক্ষতি গ্রস্ত হচ্ছে।
অনেক সময় এ জলাবদ্বতার কারনে অপ্রীতিকর ঘটনা ঘটে,
এই সব ঝামেলা মিটাতে হয় আমাকে। ইতিমধ্যে জলাবদ্ধতা নিরসনের জন্য পদক্ষে নিয়েছি।এছাড়াও এলাকার রাস্তা ঘাট থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা উন্নয়ন এ কাজ করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *